KKR vs SRH IPL 2024 Final: রবিবাসরীয় আইপিএল ফাইনালে বৃষ্টি থাবা বসালে কী হবে? আইপিএল চ্যাম্পিয়ন হবেন কারা?

1 /10 রবিবারের চেন্নাই সাক্ষী থাকতে চলেছে এক মেগা ডুয়েলের। আইপিএলের ফাইনালে রবিবারই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। 2 /10 টুর্নামেন্টের গ্রুপপর্ব শেষেও এই দুই দলই লিগ তালিকার শীর্ষে ছিল। অর্থাৎ সেই অর্থে দেখতে গেলে দুই সবথকে ধারাবাহিক দলকেই খেতাবি লড়াইয়ে অংশগ্রহণ করতে দেখা গেল। 3 /10 কিন্তু ম্যাচের আগেরদিন বিপত্তি। শনিবাসরীয় বিকেলে পাঁচটা থেকে আটটা পর্যন্ত চিপকে নাইটদের অনুশীলন করার কথা ছিল। কিন্ বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গেল কেকেআরের অনুশীলন সেশন। 4 /10 কেকেআর তারকারা মাঠে নেমে গা গরম করার জন্য ফুটবল খেলা শুরু করতেই ঝেঁপে আসে বৃষ্টি। 5 /10 বাধ্য হয়েই মাঠ কর্মীদের তড়িঘড়ি ছুটতে হয় চিপকের চতুর্থ পিচ কভার করার জন্য। এই পিচেই তো ফাইনালের লড়াইটা হবে। তবে বৃষ্টি হতেই উদ্বেগ সমর্থকদের মধ্যে। রবিবার বৃষ্টি হলে কী হবে? 6 /10 রবিবার চেন্নাইয়ের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু সমর্থকদের মুখে হাসি ফোটাবে। এইদিন আকাশ মেঘাচ্ছন থাকলেও, ব্রজবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ, অর্থাৎ নেই বললেই চলে। তা সত্ত্বেও যদি বৃষ্টি হয় তখন কী হবে? 7 /10 যদি বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলে, তখন সেক্ষেত্রে প্রাথমিকভাবে ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচের ভাগ্য নির্ধারণ। তবে বৃষ্টিতে রবিবার যদি ম্যাচ শেষ করা সম্ভব না হলে তখন খেলা গড়াবে রিজার্ভ ডেতে। আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডের বন্দোবস্ত রয়েছে। অর্থাৎ রবিবার শেষ না হলে ম্যাচ সোমবার খেলা হবে। 8 /10 সোমবারও চেন্নাইয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। তাই রবিবার খেলা সম্ভব না হলে, সোমবার ম্যাচ শেষ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর যদি সোমবারও ম্যাচ কোনও শেষ হল না, তখন সেক্ষেত্রে প্যাট কামিন্সদের কপাল পুড়বে। 9 /10 রিজার্ভ ডেতেও ম্য়াচ শেষ করা সম্ভব না হলে তখন আইপিএলের পয়েন্ট তালিকা অনুযায়ী ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। সেক্ষেত্রে কেকেআর যেহেতু পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছিল, তাই চ্যাম্পিয়ন হবে নাইট শিবিরই। 10 /10 অর্থাৎ বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে গেলে শ্রেয়সের হাতেই উঠবে আইপিএলের ট্রফি।

Published at : 26 May 2024 04:35 AM (IST)